প্রাণ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ , প্রকাশ করেছে।প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী
উৎপাদনকারী প্রতিষ্ঠান।সম্প্রতি প্রকাশিত প্রাণ গ্রুপ চাকরি বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল ।আগ্রহী ও যোগ্য
প্রার্থীদের আবেদন করার জন্য আবেদন করা হচ্ছে ।
পদের নামঃ অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ)/ম্যানেজমেন্ট ট্রেইনি
- যোগ্যতা ও শর্তাবলি: * উচ্চ মাধযমিক/ মাধ্যমিক পাশ, ন্যুনতম জিপিও ২.০ থাকতে হবে।
- বয়স: সেলস রিপ্রেজেনটিভ ২০-৩২ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য) এবং শোরুম’ মৌলস এক্সিকিউটিউ’১৮-২৩ বছর।
- ন্যুনতম উচ্চতা: সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- চাকুরির প্রথম ৩ (তিন) মাস শিক্ষানবিশকাল হিসাবে গণ্য হবে। * সফলতার সাথে সাপেক্ষে চাকুরি স্থায়ী করা হবে। *
- বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা: * মাসিক বেতন * যাতায়াত ভাতা + বিক্রয়ের উপর কমিশন * ইনসেনটিভ +
- কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে
প্রাণ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে newstipt.com তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । প্রান গ্রুপ জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
আবেদনের শেষ তারিখঃ ২৮ মার্চ ২০২২
প্রাণ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে।
ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেও আজকে প্রাণ-আরএফএল গ্রুপে ২৫টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান। প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবলিক লিমিটেড দুটি কোম্পানি। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড(আরএফএল)। এ ছাড়া প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, প্রাণ এক্সপোর্টার্স লিমিটেড, আরএফএল প্লাস্টিকস লিমিটেডসহ ২৫ টির বেশি কোম্পানি রয়েছে। প্রাণ-আরএফএলের দেশের ১৩টি স্থানে ২৩টি কারখানা রয়েছে।
খাদ্য ও প্লাস্টিক-এ দুটি খাতে সর্বাধিক বহুমুখী পণ্য উৎপাদিত হয়। লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক খাতে আছে এক হাজার পাচঁশত পণ্য। খাদ্যসামগ্রীর উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট লাইনে রয়েছে ৫০০টিরও বেশি পণ্য। দেশজুড়ে বিস্তৃত ১০টি অত্যাধুনিক কারখানায় এসব পণ্য উৎপাদিত হয়।
প্রাণ গ্রুপের পণ্যসমূহঃ
- প্লাস্টিক সামগ্রী
- ইলেকট্রনিক সামগ্রী
- গার্মেন্টস খাত
- প্রিন্ট মিডিয়া সামগ্রী
- ঔষধ সামগ্রী
- কৃষিজ সামগ্রী