জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের , ছবি: প্রথম আলোবরগুনায় বাবার জমি ও বাড়ি ফিরে পেতে কাফন পরে অনশন করছেন তিন বোন।
বুধবার সকাল থেকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন করছেন তারা। বাড়িঘর ও জমি ফেরত না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে
যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।তিন বোন হলেন রুবি আক্তার (২৬), জেসমিন আক্তার (১৮) ও মোসা। রোজিনা (১৮)। তারা বরগুনার বামনা উপজেলার
গোলাঘাটা গ্রামের মৃত আব্দুল রশিদের মেয়ে।রুবি আক্তার জানান, মা-বাবার মৃত্যুর পর রুবি তার ছোট দুই বোনকে নিয়ে চট্টগ্রামে চলে আসে। সেখানে
তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন এবং তার দুই বোনকে লেখাপড়া করেন। 2019 সালে দেশে ফিরে তারা দেখেন যে এলাকার প্রভাবশালীদের
যোগসাজশে তাদের পৈত্রিক সম্পত্তি দখল করা হয়েছে। এ সময় তাদের বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। এরপর থেকে তারা মানবেতর জীবন যাপন
করছে।রুবি আক্তার বলেন, ‘আমার ছোট বোনেরা দূরের এক আত্মীয়ের বাড়িতে লেখাপড়া করত। তিন বছর আগে বাড়িতে এসে দেখি, এলাকার
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের
প্রভাবশালীদের যোগসাজশে আমার বাবার সব সম্পত্তি চাচা দখল করে নিয়েছে। তারা আমাদের বলেছে যে তারা আমাদের জমি নিলামে কিনেছে। পরে
বামনা উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি আমাদের জমি নিলাম হয়নি। ‘তিন বোনের দাবি, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),
উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসককে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই তিনি অনশনে যেতে বাধ্য হন। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর
হস্তক্ষেপ কামনা করেছেন।জানতে চাইলে ইউএনও বিবেক সরকার প্রথম আলোকে বলেন, প্রায় এক বছর আগে তিন বোনের কাছ থেকে লিখিত
অভিযোগ পেয়েছি। পরে তিনি বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি তদন্তের নির্দেশ দেন। তবে এ বিষয়ে অন্য কেউ তার সঙ্গে
যোগাযোগ করেনি বলে দাবি করেন তিনি।বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, আজ থেকে অনশন শুরু করে তিন বোনকে নিজ কার্যালয়ে
ডেকেছেন তিনি তবে তাদের কেউ আসেনি
ডেকেছেন তিনি তবে তাদের কেউ আসেনি। পরে তিনি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তিন বোন।জেলা থেকে আরও পড়ুনআনশানবরগুনাবারিশাল বিভাগবামনাএই সম্পর্কে আরও পড়ুনশাবিপ্রবিশিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার12 ফেব্রুয়ারি 2022শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারপ্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে’ধন্যবাদ’শাবিপ্রবির শিক্ষার্থীরাজানুয়ারী 26, 2022প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ‘ধন্যবাদ’ শাবিপ্রবির শিক্ষার্থীরাশাবিপ্রবির শিক্ষার্থীরা আর দায়ী থাকলো নাশাবিপ্রবির স্থবিরতা হাসি দিয়ে শেষ হয়নি, কান্না দিয়ে। আন্দোলনের ১৩ দিন পরও উপাচার্যের অপসারণ বা অনশন প্রত্যাহার না করায় অচলাবস্থা। এটা কাটাতে সরকারের তৎপর হওয়ার কথা ছিল। হতে…জানুয়ারী 26, 2022শাবিপ্রবির শিক্ষার্থীরা আর দায়ী থাকলো নাঅনশন প্রত্যাহার করলেও আন্দোলন চলবেসিলেটের